সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আব্দুস ছোবহান (৩৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মারপশি গ্রামের নাজির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দোয়ারবাজার থানার এসআই দীপন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ২ নং ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলন বলেন, ২ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস ছোবহানকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ৮:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com