বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খাঁন জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর নির্দেশ ও অনুপ্রেরনায় অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে সারাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জে ৪ জন অসহায় কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিলো, চাঁদপুর-৫, হাজীগঞ্জ-শাহরাস্তির সাংসদ, মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর একনিষ্ঠ কর্মী, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান গাজী তার সহযোগী ছাত্রলীগ কর্মরা।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খাঁন জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এর অনুপ্রেরনায় অসহায় কৃষকের পাশে দাড়িয়েছে ছাত্রনেতা মো. হান্নান গাজী ও তার সহযোগী ছাত্রলীগের নেতাকর্মীরা।
তথ্য সুত্রে জানাযায়, হাজীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের অসহায় কৃষক ধেররা গ্রামের মো. আনোয়ার হোসেন মিজি, খাটরা বেপারী বাড়ীর আব্দুল লতিফ বেপারী, খাটরা গ্রামের মমিন মুন্সী ও হোসেন মিজির প্রায় ১০০ সতাংশ জমির ধান কেটে বাড়ী পৌছে দিয়েছে।
রবিবার (১০ মে) হাজীগঞ্জ পৌর এলাকার মমিন মুন্সীর জমির ধান কাটা অবস্থায় ছাত্রলীগ নেতা মো. হান্নান গাজীর সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খাঁন জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এর নির্দেশ ও অনুপ্রেরনায় অসহায় কৃষকের পাশে দাড়িয়েছি। আজ পর্যন্ত ৪জন অসহায় কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিয়েছি। এ ছাড়াও পর্যায় ক্রমে অন্যান্য অসহায় কৃষকের ধান কেটে দেয়ার প্রস্তুতি রয়েছে।
ছাত্রলীগ নেতা মো. হান্নান গাজী আরো জানান, বর্তমান করোনা পরিস্থিতে অনেক অসহায় কৃষক রয়েছে যারা নিজের জমির ধান অর্থের অভাবে কাটতে পারছেন না। সেই অসহায় কৃষকের ধান কেটে দিতে পেরে নিজের কাছে খুব ভালো লাগতেছে। এ ছাড়াও আমার সাথে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা খুব উৎসবের সাথে ধান কেটে কৃষকের বাড়ী পৌছে দিয়েছে। তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অন্যান্য ছাত্রলীগের কর্মীরা জানান, আমরা চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান গাজী এর অনুপ্রেরনায় আমরা স্বেচ্ছাশ্রমে গরিব, হত দরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কেটে ও বাড়ী পৌছে দিচ্ছি। পরবর্তীতে অন্যান্য কৃষকেরও ধান কেটে দেয়া হবে।
এ সময় ছাত্রলীগ নেতা মো. হান্নান গাজীর সাথে সহযোগী হিসেবে কৃষকের পাশে দাড়িয়েছেন, ছাত্রলীগ কর্মী আব্দুল আহাদ, রাকিব সওদাগর, রাজিব মিজি, সাকির, রাকিব মিজি, সজিব হোসেন, আকরাম মিজি, আরমান হোসেন, রিয়াদ হোসেনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৩:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com