হেভিওয়েটদের বিদায় চলছে ইউরো ফুটবলে। পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সুইডেনও। দারুণ জয়ে ৩২ বছর পর ইউরোর কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইউক্রেন।
গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন। অলেকসান্দার জিনচেঙ্কোর গোলে পিছিয়ে পড়ার পর সুইডেনকে ম্যাচে ফেরান এমিল ফর্সবার্গ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র। ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। এই অর্ধে লাল কার্ড দেখেন সুইডেনের দানিয়েলসন। ১০ জনের দলে পরিণত হওয়া সুইডিশদের সঙ্গে এই সুযোগটা ভালোমতো কাজে লাগান আর্তেম। অতিরিক্ত সময়ে তার গোলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পায় ইউক্রেন। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল আর্তেমের প্রথম গোল।
বাংলাদেশ সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com