দেশে ষষ্ঠ ধাপে ১১ পৌরসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যৌথসভায় পদপ্রার্থীদের তালিকা যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ৮:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com