হাড়কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জনজীবন। শনিবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে তীব্র এ শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভোর থেকেই এলাকার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।
দিনমজুর সালাম মিয়া জানান, ঘন কুয়াশা ও তীব্র শীত সকাল থেকে। এরপর বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তারপরও শীত উপেক্ষা করেই পেটের তাগিদে কাজের সন্ধানে বের হতে হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডা বাতাসও বইছে। শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com