বিগত দুই মাস ধরে প্রাণঘাতি বৈশ্বিক মহামারী করোনার ছোবলে মানুষ আজ বিপর্যস্ত। শুধু দুস্হ ও শ্রমজীবী মানুষ নয়, নিন্মমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ ও আজ অসহায়।
এই সংকটময় মুহুর্তে হাজিগন্জ -শাহরাস্তির মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন গণমানুষের নেতা প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
ইতিপূর্বে তিনি নিম্ন আয়ের শ্রমজীবী ও দিনমজুর মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের ৯০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
এমন দু:সময়ে তিনি আসন্ন ঈদকে সামনে রেখে তিনি চাঁদপুর জেলার হাজিগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলায় নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার যারাও আজ করোনার কারনে অসহায় অথচ মুখ ফুটে কারো কাছে হাত পাততে পারছে না তাদেরকে নগদ অর্থ সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন। তাছাড়া তিনি এই দুই উপজেলায় ৫০০ জন মানুষের মধ্যে যাকাতের কাপড় বিতরন করেন।
বাংলাদেশ সময়: ১২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com