হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবাযয়েদুর রহমান ও চাঁদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলাল হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। হাজীগঞ্জ উপজেলার পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পৌর নির্বাচনে শেষ দিন ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ২ মেয়র ও ৭২জন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে কোন স্বতন্ত্র প্রার্থী নেই।
৭৪ টি মনোনয়ন ফরম এর মধ্যে ২ মেয়রসহ ৭২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহাজালাল ১০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলি আজ্জম (বৃত্তি) মনোননয়পত্র বাতিল ঘোষণা করা হয়।
এ ছাড়াও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিলর রিটন সাহার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও বৈধতার বিরুদ্ধে আপিল করার কথা জানান প্রতিদ্বন্দ্বি প্রার্থী কার্তিক সাহা। রিটন সাহার বিরুদ্ধে আপিল করতে হলে জেলা রিটার্ণিং কর্মকর্তার আপিল করতে হবে বলে জানান উপজেলা নির্বাচনী কর্মকর্তা।
যাছােই-বাছাই অনুষ্ঠান শেষে জেলা নির্বানী সহকারি রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল হোসেন বলেন সবাই আচরণবিধি মেনে চলবেন, আচরণবিধি ভঙ্গ করলে আগামী সামনের দিনগুলোতে আমরা আবার বৈধতা মনোনয়নপত্র অবৈধ হিসেবে গণ্য হবে।
হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। প্রতীক বরাদ্ধ ১১ জানুয়ারী এবং আগামী ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ৭:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com