ব্রেকিং নিউজ

x


হাজীগঞ্জ থানায় বিভিন্ন মামলার ১২জন আসামী আটক

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | ৯:৩২ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানায় বিভিন্ন মামলার ১২জন আসামী আটক

 

 

হাজীগঞ্জ পুলিশ আইনের ৩৪ ধারায় ০৩ জন এবং বিভিন্ন সাজা প্রাপ্ত গ্রেপতারী পরোয়ানাভুক্ত ৯জন আসামী সহ মোট ১২জন আসামী গ্রেপতার করা হয়। ৬ সেপ্টেম্বর সোমবার হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদের নির্দেশনায় হাজীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ)মো : ইউনুছ মিয়াহাজীগঞ্জ থানার ননএফআইআর প্রসিকিউশন নং-১৮০/২০২১, তাং-০৬/০৯/২০২১ইং ধারা-পুলিশ আইনের ৩৪ ধারা মূলে হাজীগঞ্জ থানাধীন বলাখাল বাজারস্থ আল আরাফাহ ইসলামী ব্যাংক সামনে পাঁকা রাস্তার উপর ০৬/০৯/২০২১ইং তারিখ রাত ০৩.৪৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ রহিম(৩৩), পিতা-মোঃ খোরশেদ আলম, সাং-ছয়চিলা(বড় বকাউল বাড়ী), ২। মোঃ শান্ত(২৪), পিতা-মোঃ ইমান আলী, সাং-ছয়চিলা(মিনহাজ বাড়ী), ৩। নাসির উদ্দিন @ ভূট্টো(২৪), পিতা-মৃত রিয়াজুল ইসলাম, সাং-পূর্ব রাজারগাঁও(রহিম বেপারী বাড়ী)দেরকে গ্রেফতার করেন এবং ননজিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ৪। মোঃ নুরুল ইসলাম তালুকদার(৪৭), পিতা-মৃত চাঁন মিয়া তালুকদার, ৫। নুর জাহান বেগম(৩৫), স্বামী-মোঃ নুরুল ইসলাম তালুকদার, উভয় সাং-লোধপাড়া(তালুকদার বাড়ী) কে ননজিআর ৮৩/২১(হাজীঃ), হাজীগঞ্জ থানার নন এফআইআর নং-৮৮, তারিখ-৩১/০৫/২০২১, ধারা-৫০৬(২) পেনাল কোড, প্রসেস নং-৬১০/২১, রিসিভ নং-৬৯৪/২১ মূলে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন,

এসআই(নিঃ) সৈয়দ মোশারফ হোসেন জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ৬। মোঃ শাহাদত(১৮), পিতা-শহিদুল ইসলাম, সাং-বলাখালকে মেট্টোঃ বিশেষ ট্রাইব্যুনাল /দায়রা মামলা নং-৮২৫/১৪, পল্টন মডেল থানার মামলা নং-২৬(২)১৩, ধারা-বিস্ফোরক ৩/৬, প্রসেস নং-১৩৪০/১৮(চাঁদ), রিসিভ নং-৩৯০/২১ মূলে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন

এএসআই(নিঃ) মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, এএসআই(নিঃ) ধীমান বড়ৃয়া, এএসআই(নিঃ) দিলীপ চন্দ্র দাস সহ

জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ৭। রুনু বেগম(৩৫), স্বামী-মোঃ লিটন মিয়া, ৮। মোঃ লিটন মিয়া(৪২), পিতা-আলী আরশাদ, ৯। নুরু কাজী, পিতা-মৃত জিন্নাত আলী কাজী, সর্ব সাং-টোরাগড়দের জিআর ৩৯/২১(হাজীঃ), হাজীগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১১/০২/২০২১, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) পেনাল কোড, প্রসেস নং-৫৯৭/২১, রিসিভ নং-৬৯২/২১ মূলে গ্রেফতার করেন,

এএসআই(নিঃ)/মোঃ মজির উদ্দিন জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১০। মোঃ রাশেদ সরকার(২৪), পিতা-মনির হোসেন সরকার, সাং-সুহিলপুরকে জিআর ৪৪/২১(হাজীঃ), হাজীগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-১৫/০২/২০২১, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬)১) এর ১০(ক), প্রসেস নং-৫৯৪/২১, রিসিভ নং-৬৯৫/২১ মূলে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন

এএসআই(নিঃ)/মোঃ রেজাউল হোসেন জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ১১। আসামী লিটন মিজি(৩৫), পিতা-কাদের মিজি, সাং-পশ্চিম রাজারগাঁওকে জিআর ৩৮৪/২০(হাজীঃ), হাজীগঞ্জ থানার মামলা নং-৪০, তারিখ-২৪/১২/২০২০, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬(২) পিসি, প্রসেস নং-৬০৬/২১, রিসিভ নং-৬৯৭/২১ মূলে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন

এএসআই(নিঃ)/মুকবুল হোসেন জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১২। সালমা বেগম(২৬), স্বামী-ইসমাইল পাটওয়ারী, সাং-টোরাগড়, সর্ব থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরদেকে জিআর ৩৯/২১(হাজীঃ), হাজীগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১১/০২/২০২১, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) পিসি, প্রসেস নং-৬০১/২১, রিসিভ নং-৬৯৮/২১ মূলে নিজ বাড়ী হইতে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ৯:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com