হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদের নির্দেশনায় নারী ও শিশু নির্যাতন আইনে ১ জন ও নন এফআইআর ভুক্ত ১জন আসামী গ্রেপতার করে । ০৭ই সেপ্টম্বর মঙ্গলবার এই নির্দেশনায় এএসআই/মোঃ মকবুল হোসেন সঙ্গীয় ফোস সহ নারী ও শিশু মামলা নং-১২১/২০২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ইং (সংশোধিত ২০০৩) এর ৭/৯(১)/৩০ এর সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী অনিল চন্দ্র সনাতন অনিক, পিতা-সন্তোষ চন্দ্র দাস, সাং-বড়কুল(ধোপাবাড়ী), ঘোদারাঘাট সংলগ্ন বড়কুল ৬নং উত্তর ইউনিয়ন, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করে এবং এসআই/মোঃ ইউনুছ মিয়া ননজিআর- ১১৭/২১(হাজীঃ), হাজীগঞ্জ থানার নন এফআইআর নং-১২২, তারিখ-২৭/০৬/২১, ধারা-৪২৭/৫০৬ পেনাল কোড এর নন জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী শামছুন্নাহার(৪৫), স্বামী-আবুল খায়ের, সাং-জাকনী(বেপারী বাড়ী), থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।
বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com