হাজীগঞ্জবাসির দীর্ঘ দিনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হয়েছে। হাজীগঞ্জ হইতে কমলাপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে এ বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি ও অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) জানান প্রতি দিন সকাল ৫টা থেকে এক টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বাস সার্ভিস চলবে।
হাজীগঞ্জ, কচুয়া ও সাচার এর কাউন্টার রয়েছে। অপর দিকে ঢাকা কমলাপুর কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১০টা পর্যন্ত এসি বাস হাজীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
বাংলাদেশ সময়: ৭:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com