পুরো দেশজুড়ে যখন করোণা ভাইরাস মহামারি রুপ নিয়েছে ঠিক তখন সরকার এর অঘোষিত লকডাউনে গৃহবন্দি হয়ে পড়ে গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষ।
মানুষের এই দু:সময়ে তাদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে জগন্নাথপুর হাজি এরশাদ উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচের শিক্ষাথীরা।
শিক্ষাথীদের পক্ষ থেকে মো. ইউসুফ বলেন, আমরা দেশের এই সংকট সময়ে গত ১০.০৪ ২০ তারিখে আমাদের ইউনিয়নের ১০০ গরিব দুঃখি খেটে খাওয়া পরিবারের মানুষের জন্য কয়েক দিনের খাবারের ব্যবস্থা করেছি।
যেখানে আটা, মুশুরির ডাল, ছোলা, চিনি, মুরি এবং ২ টি সাবান ছিল।
এ খাদ্য সামগ্রী সন্ধ্যার পর থেকে মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়। এ প্রচেষ্টা ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে বলে মো. ইউসুফ।
এ সময় তিনি তার ব্যাচের শিক্ষাথীদেরকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com