করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখার প্রানবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপজেলা প্রশাসন। জনসচেতনতার লক্ষ্যে সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলাবাসীকে অবহিত করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া।
তিনি ৮ এপ্রিল বুধবার পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের হাট-বাজারে অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৬’শ টাকা জরিমানা করেন।
এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক-নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ৬’শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রতিষ্ঠানের লোকজনসহ সর্বস্তরের জনসাধারণকে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয়। এবং সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, যেসব প্রতিষ্ঠান ও যারা সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসমাগম সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়াও সামাজিক দুরত্ম ও সেলফ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পাশাপাশি হাজীগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছে।
বাংলাদেশ সময়: ৩:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com