ব্রেকিং নিউজ

x


হাজীগঞ্জে লকডাউন না মানায় ৯ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | ২:০৬ অপরাহ্ণ

হাজীগঞ্জে লকডাউন না মানায় ৯ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা চলছে। সেই লকডাউন অমান্য করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাট বন্ধ রাখার নির্দেশনা না মানায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত বাকিলা বাজার, বলাখাল বাজার ও  হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

তথ্য সুত্রে জানাযায়, লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান, হাট-বাজার বন্ধের সিদ্ধান্ত হয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। এসব কার্যক্রম যারা মানছে না তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছি। এ ছাড়াও পরিচারি যারা বিনা কারনে বাজারে ঘুরতে বের হচ্ছেন তাদেরও এ জরিমানার আওতায় আনা হচ্ছে।

আজকে নির্দেশনা অমান্য করে দোকান খুলে রাখায় দায়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com