ব্রেকিং নিউজ

x


হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ৪:৩৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাজীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ এপ্লিল শনিবার সকাল ১১টায় উপজেলার ধড্ডা সরকার বাড়ির পুকুরে পড়ে মৃত্যুবরণ করে সে।

নিহত শিশু হাজীগঞ্জের ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন সরকারের ছোট ছেলে মো. আদিল (২)।

শিশুর বাবা আবুল বাশার জানান, শিশুটি সবার অগোচরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা বলেন, আমরা দেখতেছি সে খেলতেছে কিন্তু কয়েক মিনিটের মাথায় সে কিভাবে পুকুর পাড়ে গেল তা আমরা বুঝতে পারিনি। পরে দেখি তার মৃতদেহ পানিতে ভাসতেছে।

এদিকে ফুটফুটে শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com