চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কলচোঁ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির রাজনৈতিক ব্যক্তিত্ব, রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ভূঁইয়া (৫৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে মারা গেছেন বলে জানা গেছ। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর বুধবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।
গত ২৮ মে তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন- ‘এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলাম। সবাই দোয়া করবেন প্লিজ। আমি কিন্তু দুর্বল।
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আমিনুল ইসলাম উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন। পরে নানাহ ধরনের হতাশা ও অবহেলার কারণে তিনি বিএনপির রাজনীতি ছেড়ে ইউনিয়ন আওয়ামী লীগে যোগ দেন।
এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ৪:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com