চাঁদপুরের হাজীগঞ্জে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এলাকায় সবার প্রিয় মুখ ও সাবেক সংসদ সদস্য এমএ মতিন স্যার।
মঙ্গলবার (২৬ মে) বাদ আছর হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় দুই দফা তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শারীরিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা অংশ নেন।
এর আগে, সকালে এমএ মতিনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে ব্যাপক জনসমাগম ঘটিয়ে জানাজার প্রস্তুতি নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে করোনার কারণে বিভিন্ন নির্দেশনা দেয়া হলে তা থেকে সরে আসেন এমএ মতিনের সমর্থকরা।
মঙ্গলবার (২৬ মে) সকাল সোয়া ৯টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমএ মতিন (৯০) মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য দলীয় সমর্থক রেখে গেছেন।
জেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-৫ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন এমএ মতিন। টোরাগড় এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া এমএ মতিন তার কর্মজীবনের শুরুতে একজন গুণী শিক্ষক ছিলেন। পরে স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই মানুষটিকে তার এলাকার সবাই মতিন স্যার বলে সম্বোধন করতেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com