চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদের প্রিন্স ভিলা থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী জাহানারা (৩০)। তারা প্রিন্স ভিলায় ভাড়া থাকেন। এছাড়া গ্রেফতার অপরজন হলেন- মকিমাবাদ গ্রামের ভাড়াটিয়া লিজা বেগম (৩৫)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় চালের ড্রাম থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২:০৫ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com