হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ গাজী বাড়ী।
১৩ এপ্রিল সোমবার দুপুরে তার নিজ শিশু সন্তানকে বাইরে রেখে ভিতরে দরজা আটকে আত্মহত্যা করে মা।
নিহত গৃহবধু মারিয়া জাহান সুপ্ত (২১)। সোমবার বিকেলে হাজিগঞ্জ থানা পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
গৃহবধূ হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ গাজীর বাড়ির ( মজুমদার বাড়ী সংলগ্ন) তোফায়েল আহমেদের স্ত্রী। গৃহবধূর বাবার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়।
ঘটনাস্থলে গিয়ে হাজির থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর বাসায় দরজা আটকে পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে গৃহবধূ সুপ্তাতের বাবার পরিবার থেকে এই আত্মহত্যাকে মেনে নিতে পারছেন না।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
নিহত গৃহবধুর ফুটফুটে শিশু রয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com