চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (২৫) নামে দুই সন্তানের জননী করোনা সন্দহে মারা গেছে বলে জানিয়েছেন হাজীুগঞ্জ উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ। সে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী। সোম বার দুপুরে হাজীগঞ্জের ভিআইপি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
নিহত রেখার স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন থেকে অসুস্থ্য। তার প্রচুর বুমি হয়। শরীরে ব্যথা ও মৃধু জ্বর ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ডাক্তার মো: শাহনেওাজের কাছে নিয়ে যায়। সে খানে তার অবস্থার অবনতি দেখে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তার সে খানেও তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
এদিকে রেখার স্বামী বাবুল গাজী তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারে ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। পরে তাকে পুনরায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। সে খানে চিকিৎসকদের করোনা সন্দেহ হয়। পরে তার নমুনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
স্থানীয় চিকিৎসক ডা.মো. শাহ নেওয়াজ বলেন, রুগী আমার কাছে আসলে আমার সন্দেহ হয়। তার প্রেসার অনেক নেমে যাওয়ায় তারে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেই।
রেখার মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ের ৫ দিন ধরে অসুস্থ্য। তবে বুমি করেছে, শরির ব্যাথা ও একটু জ্বর ছিল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডা. নাজমুল করিম জানান, মৃত রেখার মধ্যে কিছুটা করোনা উপসর্গ সন্দেহ হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ৪:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com