ব্রেকিং নিউজ

x


হাজীগঞ্জে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট

রবিবার, ০৩ মে ২০২০ | ৩:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই খুলছে দোকানপাট

লক ডাউনের শিথিলতার সুযোগ নিয়ে অনেকেই খুলতে শুরু করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই দোকানের কাজে যোগ দিতে বের হয়েছেন এসব মানুষ।

গত কয়েকদিনের মতো আজও রাস্তায় ছিল ব্যক্তিগত গাড়ি ও ছোট ছোট যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন সরকারের এমন শিথিলতায়, মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করাই তাদের প্রধান কাজ।

কর্মরত পুলিশ কর্মকর্তারা জানান, অনেক ব্যবসায়ীই লকডাউন মানছেন না। ভাগ্যের ওপর নিজেকে ছেড়ে দিয়ে দোকান খুলে বসে আছেন অনেকেই। এ ছাড়াও সাধারণ মানুষ নানান অজুহাতে বাজারে ঘুরাঘুরি করছে।

রাস্তায় গণপরিবহন নাইতো কি হয়েছে। ছোট ছোট গাড়িতে চাপাচাপি করেই ছুটছেন যে যার গন্তব্যে। ভিড় বেড়েছে বাজারের নিত্য প্রয়োজনীয় দোকান ও শপিং সেন্টার দোকানগুলোতেও।

যেখানে মানাও হচ্ছে না সামাজিক-শারীরিক দূরত্ব। মুদি দোকান গুলোর শিথিলতার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও যেন অসহায়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে জনসমাগম এড়িয়ে চলার কথাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থাকতেই পরামর্শ দিচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ৩:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com