হাজীগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার।
আজ রবিবার (২৪ মে) আমেরিকা থেকে বিবৃতি দিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সাবেক চেয়ারম্যান মামুনুর রহমান মজুমদার বলেন, বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সেই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদ আনন্দ আলোকে দুঃসময় কেটে যাবে। পৃথিবী ফিরবে তার শাশ্বত রূপে, মানুষ জীবন জীবিকায়।
বাংলাদেশ সময়: ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com