ব্রেকিং নিউজ

x


‘হাউসফুল’ সানিলিওনের শো:কান উৎসব

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | ৭:০৮ পূর্বাহ্ণ

‘হাউসফুল’ সানিলিওনের শো:কান উৎসব

৭৬তম কান ফিল্ম ভেস্টিভ্যালের জাঁকজমকপূর্ণ আসরে যেখানে অন্য নায়িকারা ব্যস্ত নিজেদের সাজপোশাক নিয়ে, সেখানে একেবারেই ব্যতিক্রম বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটে বাজিমাত করলেন তিনি। এ নায়িকার সিনেমার শো হাউসফুল।

কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওন।

বৃহস্পতিবার (২৫ মে) মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। তবে এর থেকেও বড় সুখবর দিলেন সানি।

ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে সানি লিওন লিখেছেন, “আমাদের সিনেমা ‘কেনেডির সব টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র গোটা টিম উচ্ছ্বসিত।” মধ্যরাতে উদ্‌যাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করা সানি লিওনের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

এক সাক্ষাৎকারে সানি লিওন জানান, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

সানি লিওনের ইনস্টাগ্রামের ছবি দেখতে এখানে ক্লিক করুন

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ যে সানি লিওনের ফিল্মি ক্যারিয়ারের গ্রাফ বদলে দেবে, এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা। ভক্তরাও অভিনেত্রীকে নতুনরূপে দেখতে মুখিয়ে আছেন।

বাংলাদেশ সময়: ৭:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com