ব্রেকিং নিউজ

x


হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

রবিবার, ২১ মার্চ ২০২১ | ৭:১৫ পূর্বাহ্ণ

হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

 

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গেদুনি বেগম (৫২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী।

শনিবার (২০ মার্চ) দুপুরে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী সাজিদ উল্লা (৬০)কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাজিদ উল্লার একমাত্র ছেলে থাকেন প্রবাসে। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবারও তাদের দু’জনের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাজিদ উল্লাহ কাঠের পিড়ি দিয়ে গেদুনির মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, খবর পেয়ে বিকেলে ঘাতক স্বামী সাজিদকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com