এলাকাবাসীরা জানান, মুনতাজ আলীর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বাড়ীর পাশের একজন নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তোলেন। মুনতাজ আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও স্ত্রী মানতে নারাজ। এতে লজ্জায় ও অভিমানে ধারালো অস্ত্র দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন মুনতাজ আলী।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামে স্ত্রীর উপর অভিমান করে নিজ পুরুষাঙ্গ কেটে ফেলেছে মুনতাজ আলী (৫২) নামের এক ব্যক্তি। বুধবার রাতে এ ঘটনা ঘটে। মুনতাজ আলী ওই গ্রামের মুঞ্জল মন্ডলের ছেলে।
আহত অবস্থায় মুনতাজ আলীকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আরএমও তাপস কুমার সরকার বলেন, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের ১২ শতাংশ কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
বাংলাদেশ সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুন ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com