আবারও বিয়ে ভাঙছে পশ্চিম বঙ্গের চিত্রনায়িকা শ্রাবন্তীর! এমন খবরেই চাউর সংবাদ মাধ্যমগুলো। মায়ের বিয়ে ভাঙার এই গুঞ্জন সময়ে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় দিলেন সুসংবাদের ইঙ্গিত!
মা টলিউডের প্রথম সারির অভিনেত্রী। ছেলে অভিমন্যুর বয়স মাত্র ১৭! এরইমধ্যে অনেকের মনেই ঝড় তুলেছেন। সোশাল মিডিয়াতেও তার অসংখ্য অনুগামী। তবে মায়ের সম্পর্ক নিয়ে নয়, ছেলে এবার নতুন কিছুর ইঙ্গিত দিলেন নিজের ইনস্টাগ্রামে!
অভিনয় নয়, অভিমন্যুর নাকি ঝোঁক বেশি মিউজিকের প্রতি। তেমনটাই আগে জানিয়েছেন শ্রাবন্তী। শুক্রবার (৬ নভেম্বর) মায়ের সঙ্গে ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন অভিমন্যু। ক্যাপশনে লিখেন, ‘বড় কিছু আসছে’! সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি।
এতেই জল্পনা আরও বেড়েছে। মিউজিকের প্রতি ঝোঁক থাকার দরুণ মনে করা হচ্ছে, নতুন কোনও মিউজিকাল প্রোজেক্ট নিয়ে আসছেন এই নায়িকা পুত্র। যদিও বিষয়টি খোলাসা করেননি কেউ।
পড়াশোনার জন্য বিদেশে থাকেন অভিমন্যু। পড়াশোনার বাইরে গান নিয়েই থাকে তিনি। তবে তার ইনস্টাগ্রামের পোস্টের পর থেকেই মনে করা হচ্ছে নতুন কিছু করতে চলেছেন তিনি। দেখা যাক, মা-ছেলে এবার কী চমক দেখান!
বাংলাদেশ সময়: ৭:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com