সিলেটের বিশ্বনাথে পাখির বাসা দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে দুই স্কুল শিক্ষার্থীকে (১০) বলাৎকার করেছে চার বখাটে তরুণ। সম্প্রতি বলাৎকারের ভিডিও চিত্রটি এলাকায় ভাইরাল করে তারা।
বুধবার (২ জুন) বিকেলে চার তরুণের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলাৎকারের শিকার এক শিশুর মা।
অভিযুক্তরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৯), শানুর মিয়ার ছেলে সাদিক মিয়া (২০), মন্টু মিয়ার ছেলে নিশাদ আহমদ (২০), জফির মিয়ার ছেলে সাজু মিয়া (১৯)।
অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সাদিক ও সাজুকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। অন্যদেরকে আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com