ব্রেকিং নিউজ

x


সিআইপি জয়নাল আবেদিনের পক্ষে হাজীগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ | ৯:০১ অপরাহ্ণ

সিআইপি জয়নাল আবেদিনের পক্ষে হাজীগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

হাজীগঞ্জের কৃতী সন্তান সিআইপি মো. জয়নাল আবেদিন মজুমদারের পক্ষ থেকে ৩নং কালচোঁ ইউনিয়নের পরিষদে ইউনিয়নের অসহায় শতাধিক পরিবারদের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, সাবান, আলু তুলে দেয়া হয়।

৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন সিহিরচোঁ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি  শিক্ষানুরাগী, সমাজ সেবক, সিহিরচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিআইপি জয়নাল আবেদীন মজুমদার  ঈদ সামগ্রী বিতরণ করেন। ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া, সিহিরচোঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ জুলফিকার আলী মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন মজুমদার, ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সিআইপি জয়নাল আবেদিনের ব্যক্তিগত উদ্যোগে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সিহিরচোঁ এবং মধ্যপাড়া সিহিরচোঁ) শিক্ষার্থীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারের মাঝে তিনি এসব খাদ্য সামগ্রী প্রদান করেন।

এর আগে নিজ গ্রামের দুস্থ-অসহায় ও গরীব ৭৫টি পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রত্যেককে নগদ টাকা ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

তথ্য সুত্রে আরো জানাযায়, সিআইপি মো. জয়নাল আবেদিন মজুমদার তার নিজস্ব অর্থায়নে নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুকর্নারের সাথে এই নমুনা সংগ্রহের বুথ, পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), চশমা, কেএন-৯৫ মাস্ক ও সার্জিকেল মাস্ক প্রদান করেন। এছাড়া এদিন তিনি উপজেলা প্রশাসনকে পিপিই, চশমা ও সার্জিকেল মাস্ক দেন।

বাংলাদেশ সময়: ৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মে ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com