আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরিকল্পনা করেছে তার পরিবার ও চিকিৎসকরা। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন উনার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস স্যার সিঙ্গাপুর নেয়ার বিষয়টি দেখছেন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খোঁজখবর রাখছেন।
বাংলাদেশ সময়: ৮:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com