ব্রেকিং নিউজ

x


সারা দেশে ঝড়বৃষ্টির আভাস

শুক্রবার, ০৭ মে ২০২১ | ৯:২৬ পূর্বাহ্ণ

সারা দেশে ঝড়বৃষ্টির আভাস

 

 

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝড়বৃষ্টিসহ বজ্যপাত হতে পারে বলে বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঢাকায় মধ্যরাতে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাতে বা সকালের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আভাস রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ সময়: ৯:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ মে ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com