মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪ হাজার ৪১০ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ২৪লাখ ৩ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে বর্তমানে ৪১ লাখ ৮৪ হাজার ২৫১ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৫৯১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫৫ লাখ আট হাজার ৭১১ জন সুস্থ হয়ে উঠেছে ।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশ সময়: ৯:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com