ব্রেকিং নিউজ

x


সাম্প্রদায়িক সহিংসতা, অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | ৮:৩৯ পূর্বাহ্ণ

সাম্প্রদায়িক সহিংসতা, অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে পূজাকাণ্ডে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে ‘কুমিল্লা টাইমস’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।

এ মামলায় ওই নিউজ পোর্টাল পরিচালনাকারী সাজ্জাদ হোসেন শিমুল ও তার ভাই ফয়সাল মবিন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নতুন করে এ মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক আতিকুর রহমান। এদিকে মণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার প্রধান আসামি ইকবাল হোসেন পাগল নয় এবং সে ভবঘুরেও নয়।

পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার দিন নানুয়া দীঘির পাড়ের ঘটনাস্থলে এসে ‘কুমিল্লা টাইমস’ নামের একটি নিউজ পোর্টালে লাইভ প্রচার করে সহিংসতা উস্কে দেয়া হয়। এতে ওই নিউজ পোর্টালের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশের বিরুদ্ধে সোমবার কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের নুরুল ইসলামের ছেলে। ‘কুমিল্লা টাইমস’ নামের নিউজ পোর্টালটি তারা পরিচালনা করে আসছিল। এ পোর্টালের কোনো অনুমোদন নেই।

তিনি আরও জানান, রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ে পবিত্র কোরআন অবমাননা ও পরবর্তীতে মন্দির ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় জেলায় সোমবার পর্যন্ত মোট ১২টি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৮টি, সদর দক্ষিণ মডেল থানায় ২টি এবং দাউদকান্দি মডেল থানায় ১টি ও দেবিদ্বারে একটি মামলা হয়েছে।

এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় পবিত্র কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার মূল হোতা ইকবাল হোসেনসহ চার আসামি গত ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে আছে।

বাংলাদেশ সময়: ৮:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com