সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবন খুব সহজ করে দিয়েছে। আবার মুদ্রার উল্টো পিঠে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। এই মাধ্যমের কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার ঘটনা বিরল নয়। এবার সেই মাধ্যম নিয়ে কথা বলেছেন বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি মনে করেন, এই মাধ্যম থাকলে তামিম ইকবাল দেশসেরা ওপেনার হতে পারতেন না।
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের নিয়ে বেশি সমালোচনা হয়, তাদেরকে এই দিকে গুরুত্ব কম দেয়ার অনুরোধ করেছেন মাশরাফী।
সংবাদ সম্মেলনে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে তামিম ইকবাল দেশসেরা ওপেনার হতে পারতেন না। মুশফিক, মাহমুদউল্লাহসহ সকলেই কমবেশি উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। কিন্তু আমাদের সময়ে আমরা খুব ভাগ্যবান যে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সেভাবে ছিল না। এখন যারা আছে তারা যদি এটি থেকে দূরে থাকতে পারে, তাহলে তাদের এগিয়ে যাওয়ার কাজটি সহজ হবে।’
নাজমুল হোসেন শান্তর বিষয়ে মাশরাফী বলেন, ‘শান্তকে দেখেছি ও লিটনের মতো এই যোগাযোগ মাধ্যম নিয়ে চিন্তা করে না। তাই স্যোশাল মিডিয়া থেকে দূরে থেকে শক্ত মানসিকতা পোষণ করতে হবে এই প্রজন্মকে।’
ক্যারিয়ারে ফর্মহীনতায় ভুগতে হয়নি বিশ্ব ক্রিকেটে এমন ক্রিকেটার খুঁজে পাওয়া বিরল। খারাপ সময় নানা ভাবে সমালোচনায় পড়তে হয় ক্রিকেটারদের। তবে সমালোচনার ভাষা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্যোশাল মিডিয়ায় যেভাবে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন টেনে আনা হয়। তাতে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নিতে ক্যারিয়ারের শুরুতে ধুকতে হয় তরুণ ক্রিকেটারদের। এজন্য মাশরাফীর এমন পরামর্শ ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে।
মাশরাফী আরও বলেন, ‘লিটন দাসকে নিয়ে নানা সমালোচনা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সেই ভক্তরাই প্রশংসা করছেন লিটনের। শুরুর দিকে খারাপ সময়ে সমালোচিত নাজমুল হোসেন শান্ত এবারের বিপিএলে রান করছে। প্রশংসাও পাচ্ছে সে। তাই স্যোশাল মিডিয়া থেকে দূরে থেকে নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মাশরাফী আনুষ্ঠানিক অবসরে গেলেও ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট থেকে এখনও বিরতিতে যাননি। মাঠ থেকে সংবর্ধনা দিয়ে অবসরের আয়োজনের কথা থাকলেও, এখনও হয়ে উঠেনি। তার সঙ্গে যা হয়েছে তা যেন সাকিব-তামিমদের সঙ্গে না হয়, সেজন্য সম্মানের সাথে বিদায় দেয়ার পরামর্শ দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশ সময়: ৭:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com