ব্রেকিং নিউজ

x


সাংবাদিক নান্নুর স্ত্রী ও শাশুরির বিরুদ্ধে হত্যা মামলা

মঙ্গলবার, ৩০ জুন ২০২০ | ৮:২১ পূর্বাহ্ণ

সাংবাদিক নান্নুর স্ত্রী ও শাশুরির বিরুদ্ধে হত্যা মামলা

 

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুতে তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) সাংবাদিক নান্নুর বড় ভাই মো. নজরুল ইসলাম খোকন বাদী হয়ে বাড্ডা থানার মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৩৮। বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন।

এ হত্যা মামলায় নান্নুর স্ত্রী শাহিনা হোসেন পল্লবী (৪৫) ও শাশুড়ি মোছাম্মদ শান্তা পারভেজকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নান্নুর স্ত্রী সাহিদা হোসেন পল্লবী ও শাশুড়ি শান্তা পারভেজসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে খুন করার উদ্দেশ্যে গত ১১ জুন রাত সাড়ে ৩টার দিকে নান্নুর ফ্ল্যাটে আগুনের ঘটনা ঘটায়। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুন সকাল ৮ টা ২০ মিনিটে মারা যান নান্নু।

রাজধানীর আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার ১০ তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন সাংবাদিক নান্নু। গত ১২ জুন ভোর পৌনে ৪টার দিকে সেখানে রহস্যজনক আগুনে তিনি গুরুতর দগ্ধ হন।

এর আগে মাত্র ছয় মাস আগে গত ২ জানুয়ারি ওই একই বাসায় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তাদের একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ৮:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com