দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যৎ প্রজন্মের ভয়ংকর ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হঠাৎ করেই কঠোর লকডাউন-টকডাউন সমস্ত উধাও হয়ে গেছে। হাজার হাজার মানুষ একসাথে চলছে, ফিরছে-সব কিছুই করছে। একমাত্র শিক্ষা-প্রতিষ্ঠানই চলছে না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষা না পায় সেই ব্যবস্থাই সরকার করছে।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কোভিড-১৯ হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রি হস্তান্তর উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীর সব দেশেই করোনার একটা পরিকল্পনা করা হয়েছে। যেমন তারা টিকার জন্য পরিকল্পনা করেছেন, টিকা ভ্যাকসিনেশনের জন্য পরিকল্পনা করেছে, তেমন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য জীবন-জীবিকার পরিকল্পনা করেছে এবং একই সঙ্গে কিভাবে শিক্ষা প্রদান করা যায় সেটার জন্য তারা পরিকল্পনা করেছেন। একমাত্র আমাদের এখানে কোনো পরিকল্পনা নাই। এর মাধ্যমে ভয়ংকর ক্ষতি হচ্ছে প্রজন্মের, ক্ষতি করছে প্রজন্মের।
অনলাইন শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনলাইনে একমাত্র যারা বিত্তশালী তারাই পড়াশুনা করতে পারেন। আর তো কারো পক্ষে সম্ভব নয়। একটা কম্পিউটার জোগাড় করা, একটা মোবাইল সেট জোগাড় করা বেশিরভাগ লোকের পক্ষে সম্ভব নয়। গ্রামে স্কুলগুলো সম্পূর্ণ বন্ধ থাকায় ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। অন্যদিকে সরকার আছে শুধু বিভিন্ন রকম ভুল ব্যাখ্যা ও তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে।
বিএনপি মহাসচিব বলেন, সরকার টিকা নিয়ে তেলেসমাতি করছে। মিথ্যা কথা, মিথ্যা অপপ্রচার দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করছে। ১৮ বছর বয়স পর্যন্ত টিকা দিতে ১৩ কোটি লোকের ২৬ কোটি ডোজ টিকা লাগবে। কিন্তু সরকার আনে ২ লাখ, ৩ লাখ, ১ লাখ। তাও আবার দান, অনুদান আসে। সেখানে বলে যে, আমরা গণটিকার অভিযান করছি এবং প্রতিদিন এককোটি করে টিকা দেবো। অথচ টিকা নাই। এটা মিথ্যা তথ্য-প্রচারণা। এদের লজ্জা-শরমও নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত’ বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, গোটা দেশের মানুষ যখন করোনার টিকা ও জীবন-মৃত্যু নিয়ে লড়ছে সেই সময়ে সরকার এটাকে বিভিন্ন ইস্যু তৈরি করে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। কোনো দায়িত্বশীল নেতার কাছ থেকে এই বিষয় নিয়ে এতো কথা বলার আছে বলে আমি মনে করি না। একইভাবে সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করেই চলেছে। এভাবে জাতিকে ধোঁকা দিয়ে, মিথ্যা কথা বলে জিয়াউর রহমানের জনপ্রিয়তার ভয়ে তাকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যাচার করছে।
বাংলাদেশ সময়: ৭:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com