সরকারি, প্রতিষ্ঠানেই, ব্যক্তিগত, রোগী, দেখতে, পারবেন, চিকিৎসকরা,
আগামী ১ মার্চ থেকে চিকিৎসকরা সরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিগত রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, চিকিৎসকরা যেন কর্মস্থলেই প্র্যাকটিস করতে পারেন, তাদের যেন বাইরে বিভিন্ন ক্লিনিক-চেম্বারে যেতে না হয়। এই সুবিধা আমরা করে দিতে চাই।
তিনি বলেন, কারা, কীভাবে ও কতক্ষণ প্র্যাকটিস করবেন, তা বাস্তবায়নে টিম গঠন করা হয়েছে। মার্চ থেকে প্রাতিষ্ঠানিকভাবে প্র্যাকটিস শুরু হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংক্রান্ত একটি পাইলট প্রজেক্ট বাস্তবায়ন শুরু হচ্ছে। এতে ২০টি জেলা, ৫০টি উপজেলা থাকবে ও পাঁচটি মেডিকেল কলেজ অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, এভাবে জনগণ আরেকটু ভালো স্বাস্থ্যসেবা পাবেন। একসঙ্গে অনেক ডাক্তার পাওয়া যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষারও ব্যবস্থা থাকবে।
ফি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসকরা বাইরে যেমন ফি নেন, নিজের প্রতিষ্ঠানে তার চেয়ে কম ফি নেবেন বলে আশা রাখি।
প্রাইভেট প্র্যাকটিস নতুন কনসেপ্ট নয় বলে উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়ন করা সম্ভব হবে আশা করি। এজন্য গাইডলাইন তৈরির কাজ শুরু করব।
বাংলাদেশ সময়: ৮:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com