ব্রেকিং নিউজ

x


সরকারি চালের বস্তা বদল, বাবা-ছেলেকে অর্থদণ্ড

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | ৭:৫৬ পূর্বাহ্ণ

সরকারি চালের বস্তা বদল, বাবা-ছেলেকে অর্থদণ্ড

সরকারি চালের বস্তা বদল, বাবা-ছেলেকে অর্থদণ্ড
পটুয়াখালীতে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ের খাদ্য (কাবিখা) কর্মসূচির সরকারি চাল অন্য একটি কোম্পানির বস্তায় ভরে বাজারজাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই জনকে আটক করে প্রশাসনের খবর দিয়েছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অর্থদণ্ড করা হয়েছে।

তার হলেন- মোতাহার হাওলাদার (৬০) ও আউয়াল (৩০)। সম্পর্কে তারা বাবা ও ছেলে। তাদের বাড়ি বগা ইউনিয়নের বানাজোরা গ্রামে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলার বাউফল উপজেলার কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউনের মধ্যে মোতাহার উদ্দিন ও তার ছেলে আউয়াল টিআর ও কাবিখার সরকারি চাল নুরজাহান নামের একটি চাল কোম্পানির বস্তায় ভরে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় কয়েক ব্যক্তি তাদের আটক করে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) খবর দেন।

স্থানীয়দের অভিযোগ, বাবা ও ছেলে মিলে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে টিআর ও কাবিখার সরকারি চাল কিনে বিভিন্ন কোম্পানির বস্তায় ভরে তা বেশি দামে বাজারজাত করে আসছিলেন।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। গিয়ে টিআর ও কাবিখার চাল নুরজাহান নামের একটি কোম্পানির বস্তায় ভরা অবস্থায় দেখতে পাই। অভিযুক্ত মোতাহার হাওলাদার ও তার ছেলে আউয়ালের স্বীকারোক্তি অনুযায়ী অন্য কোম্পানির বস্তায় ভরে চাল বাজারজাতের চেষ্টার অপরাধে তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে মুচলেকা রেখে ছেড়ে দেই।

বাউফল উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কমল দে বলেন, টিআর ও কাবিখার চাল বিক্রয় করে সেই টাকা দিয়ে প্রকল্পের কাজ বাস্তবায়নের সুযোগ রয়েছে। কিন্তু সেই চাল কোনো কোম্পানির বস্তায় ভরে বাজারজাত করার সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ৭:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com