ব্রেকিং নিউজ

x


সব মাদরাসায় নিয়মিত কমিটি গঠনের নির্দেশ

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | ৭:১১ পূর্বাহ্ণ

সব মাদরাসায় নিয়মিত কমিটি গঠনের নির্দেশ

 

সব মাদরাসায় নিয়মিত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে সব মাদরাসা প্রধানকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে গতকাল সোমবার এ চিঠিটি প্রকাশ করা হয়।

বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ১৮ মার্চ থেকে কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় মাদরাসা শিক্ষা বোর্ডের (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর প্রবিধি ১২ থেকে প্রবিধি ২৮ পর্যন্ত দফাগুলো অনুসরণ করে বিধিমালার প্রবিধি ৪ মোতাবেক গভার্নিং বডি এবং প্রবিধি ৭ ও ৮ মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো।

বোর্ড আরও বলেছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ এর ধারা (২৯) এ দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

বাংলাদেশ সময়: ৭:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com