ব্রেকিং নিউজ

x


সচিবালয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে পুলিশে হস্তান্তর

মঙ্গলবার, ১৮ মে ২০২১ | ৭:৪৩ পূর্বাহ্ণ

সচিবালয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে পুলিশে হস্তান্তর

 

সচিবালয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হস্তান্তর করা হয়েছে পুলিশের কাছে।

আজ সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বাস্থ‌্য সচিবের কক্ষ থেকে পুলিশি পাহারায় থানায় নেওয়া হয় রোজিনা ইসলামকে।

জানা গেছে, তার বিরুদ্ধে সরকারি নথিপত্র সরানোর অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব সিব্বির আহমেদ।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুকে এক পোস্টে বলেন, রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়া রোজিনাকে হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসা দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ৭:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com