ব্যবসায়ী পার্টনারের বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের স্ত্রী আরতী। এ ব্যাপারে তিনি মামলা দায়ের করেছেন।
এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল।
খবরে বলা হয়, প্রায় একমাস আগে অভিযোগ করেছিলেন আরতী। তদন্তের পর পুলিশ শুক্রবার মামলা দায়ের করেছে ওই অংশীদারের বিরুদ্ধে।
অভিযোগে শেহবাগের স্ত্রী বলেছেন, অংশীদার তার সই নকল করে অন্য একটি সংস্থা থেকে সাড়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন। কিন্তু সেই টাকা শেষ পর্যন্ত পরিশোধ করতে পারেননি।
এক অংশীদারের সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন আরতী। কিন্তু সেই অংশীদার প্রতারণা করলেন বীরেন্দ্র শেহবাগের স্ত্রীর সঙ্গে। দ্রুত প্রতারককে গ্রেফতারের দাবি জানিয়েছেন আরতী।
সূত্র : যুগান্তর
বাংলাদেশ সময়: ২:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০১৯
protidin-somoy.com | Homiyon
Development by: webnewsdesign.com