ব্রেকিং নিউজ

x


শেষ চারে কে কার প্রতিপক্ষ?

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | ৭:১৮ পূর্বাহ্ণ

শেষ চারে কে কার প্রতিপক্ষ?

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের শেষ চার নিশ্চিত হয়েছে। যেখানে দুইটি ইতালিয়ান ক্লাব এবং একটি করে ইংলিশ ও স্প্যানিশ ক্লাব শেষ চারে পা দিয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করা চার দল।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দৌড়ে যে চার ক্লাব প্রথম লেগে জয় পেয়েছিলো, তারাই শেষ চার নিশ্চিত করেছে। প্রথম দল হিসেবে শেষ চারে উঠেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। দুই লেগেই তারা ইংলিশ ক্লাব চেলসিকে দুই গোলের ব্যবধানে হারিয়েছে।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বুধবার (১৯ এপ্রিল) বায়ার্নের মাঠে ১-১ গোলে ড্র করেও সেমিফাইনালে উঠেছে সিটি। কারণ, প্রথম লেগে তারা ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছিলো।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইন্টার ও এসি মিলান। ২০০৪-০৫ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগে মিলান ডার্বির সাক্ষী হয়েছিল ফুটবলপ্রেমিরা। দীর্ঘ ১৮ বছর পর আবারও চ্যাম্পিয়ন লিগে মিলান ডার্বি দেখার অপেক্ষায় সবাই। আর এবারের লড়াইটা হবে ফাইনালে ওঠার জন্য।

বেনফিকাকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পা রেখেছে ইন্টার মিলান। আর চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় সেরা দল এসি মিলানও দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে। ২০০৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল এসি মিলান।

বাংলাদেশ সময়: ৭:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com