দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে অবশেষে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার মধ্য নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান, সম্প্রতি এই খবরেই ছেয়ে গেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।
শুধু তাই নয়, এই নভেম্বরে ছবিটির শুটিংও শুরু হবে বলে শোনা যাচ্ছে। যেখানে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।
তবে চমকের এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে শাহরুখের আসন্ন এই ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলতে পারে বলিউড ভাইজান সালমান খানের!
এমন খবরই দিয়েছে মুম্বাই মিরর। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কুচ কুচ হোতা হ্যায়, ওম শান্তি ওম, হার দিল জো পেয়ার কারেগা, টিউবলাইট কিংবা জিরোর মত ছবিতে সালমান ও শাহরুখকে অতিথি চরিত্রে দেখা গেছে! ‘পাঠান’ ছবিতেও এমনটাই দেখা যাবে।
যদিও এই বিষয়ে এখনো শাহরুখ, সালমান কিংবা ছবির পরিচালকের পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি। তবে খবরটি সত্য হলে দর্শকদের জন্য বেশ আনন্দের হবে বলেই ধারণা করা যায়!
যদিও সালমান বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর শুটিং নিয়ে। অপরদিকে আইপিএল এর কারণে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে শাহরুখ। যেখান থেকে ফিরেই তিনি হাতে নিবেন ‘পাঠান’ প্রজেক্টটি।
বাংলাদেশ সময়: ৬:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com