ব্রেকিং নিউজ

x


শাহরাস্তির প্রতিবন্ধী আকবরের ধান কাটে দিল ছাত্রলীগের কর্মীরা

রবিবার, ২৬ এপ্রিল ২০২০ | ২:১৬ অপরাহ্ণ

শাহরাস্তির প্রতিবন্ধী আকবরের ধান কাটে দিল ছাত্রলীগের কর্মীরা

পবিত্র মাহে রমজানের প্রথম দিন শনিবার উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শুভর নেতৃত্বে এক ঝাঁক ছাত্রলীগের সদস্যরা চিতোষী পশ্চিম ইউনিয়নের প্রতিবন্ধী আকবর হোসেনের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।

জানা যায়, করোনা সংকটে শ্রমিক না পাওয়া এবং আর্থিক দূরবস্হা থাকায় সকাল থেকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোঁয়ার গ্রামের প্রতিবন্ধী কৃষক আকবর হোসেন জমির পাঁকা ধান নিয়ে বিপাকে পড়েন। এই খবর পেয়ে শুনতে পেয়ে

শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শুভ তাতক্ষনিক ছাত্রলীগের কর্মীদের নিয়ে প্রতিবন্ধী ও অসহায় কৃষকের ধান কেটে দেন।

ধান কাটায় অংশ নেন উপজেলা ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন, মোঃ সায়মুন, মোঃ শান্ত হাসান, চিতোষী পশ্চিম ছাত্রলীগ নেতা মোঃ আসাদুজ্জামান, মোঃ সুজন, মোঃ মোদাচ্ছে হোসেন, মোঃ বাবু, মোঃ মজিবুর রহমান, মোঃ আল-মামুন, মোঃ সেলিম হোসেন,চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আশিকুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন সুমন সহ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ শুভ জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, কৃষকরত্ন শেখ হাসিনা, চাঁদপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাদ্দাম হোসেন খানের সার্বিক দিক নির্দেশনায় অসহায়, করোনার পরিস্থিতিতে শ্রমিক সংকটের কারনে যাদের পাঁকা ধান রয়েছে সেই কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে বলেন।

সেই নির্দেশনা মোতাবেক অসহায় প্রতিবন্ধী কৃষক আকবর হোসেন এর ওই ধান কাটা নিয়ে সমস্যায় পড়ায় কৃষকদের সহায়তায় শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা এগিয়ে এসেছে।

উপজেলায় যে কোন স্থানে ধান কাটা নিয়ে শ্রমিক সংকটে কৃষক ফোন দিলেই ছাত্রলীগ নেতা-কর্মীরা সেচ্ছায় ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ২:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com