লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে গুজব ছড়িয়ে শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে বুড়িমারী বাজার এলাকা থেকে আশরাফুল ইসলাম, আরিফুল হক বায়েজিদ ও শরিফ হোসেনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় ২২ জনের নামসহ অজ্ঞাত ৫শ’ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার ও ডিআইজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অপরাধীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
এর আগে শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টি এম এ মমিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক।
বাংলাদেশ সময়: ৭:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com