করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। এখন থেকে এ জেলায় আসা-যাওয়া নিষিদ্ধ।
এই লকডাউনের আওতায় আছে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প।
বুধবার কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদি কেউ লকডাউন অমান্য করে, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ নেয়া হবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স বা জরুরি প্রয়োজনে যাতায়াতের সুযোগ থাকবে।
শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন বলেন, জেলা ম্যাজিস্ট্রেট লকডাউন ঘোষণা করায় উখিয়া ও টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্প ও এই লকডাউনের এর আওতায় থাকবে।
বাংলাদেশ সময়: ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com