আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মনে করেন বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নানদেজ। সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার রোনালদিনহোকে সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্সার জার্সিতে পাঁচ শতাধিক ম্যাচ খেলা জাভি ২০১৫ সালে কাতারের ঘরোয়া দল আল-সাদে যোগ দেন। চার বছর পর ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে জাভি বলেন, ‘রোনালদিনহো সেরা খেলোয়াড়। যদিও ধারাবাহিকতার জন্য সেরাদের সেরার কাতারে পৌঁছতে সক্ষম হননি তিনি।
স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ জয়ী এই তারকা বলেন, ‘মেসিকে রোনালদিনহোর তুলনায় উপরে রাখবো। অবশ্যই শেষ কয়েকবছর তার ধারাবাহিকতার জন্যই। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, ‘ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। রোনালদিনহো বাকিদের মতো সেরা।
করোনাভাইরাসের প্রভাবে ফুটবল বন্ধ হওয়ার আগ পর্যন্ত এবারের মৌসুমে ৩১ ম্যাচে ২৪ গোল করেন মেসি। আগের মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’ অর জয় করেন আর্জেন্টিনা ও বার্সার অধিনায়ক।
বাংলাদেশ সময়: ৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com