ব্রেকিং নিউজ

x


রাষ্ট্রপতির সংলাপকে নাটক বললেন বিএনপির নেতারা

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১ | ৮:২৩ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির সংলাপকে নাটক বললেন বিএনপির নেতারা

 

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপকে নাটক বলে মন্তব্য করলেন বিএনপি নেতারা।

তাদের দাবি, এই সরকারকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন কমিশনই নিরপেক্ষ হতে পারে না। তারা আগে চায় তত্ত্বাবধায়ক সরকার। পরে ইসি গঠন প্রক্রিয়া।

সোমবার (২০ ডিসেম্বর) এক আলোচনা সভায় তারা বলেন, কেবল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নেই সংলাপ হতে পারে।

নির্বাচন কমিশন পুনর্গঠনে সোমবার বিকেলে যখন বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জাতীয় পার্টির বৈঠক চলছিলো, তখন প্রায় একই সময় ঠিক উল্টোপাশের মহানগর নাট্য মঞ্চে চলছিলো বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপিরা আলোচনা সভা।

যেখানে কমিশন গঠনের এই প্রক্রিয়াকে নাটক বলে দাবি করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সংলাপ ‘আইওয়াশ’ ও ‘স্পষ্ট প্রতারণা’ ছাড়া কিছুই নয়। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন কার্যত ঠুটো জগন্নাথ।

বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ইস্যুতেই অনড় থাকবে তাদের দল। নিরপেক্ষ সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়ে রেখেছে দল।

আলোচনায় আবারও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি তোলেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, দেশের নির্বাচন, বিচার বিভাগ ও গনতন্ত্র ধংস করেছে বর্তমান সরকার। এমন বাস্তবতায় বিদেশী আরও নিশেধাজ্ঞার কবলে পড়বে দেশ।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা দিয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার আহ্বানের পর দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল’।

তিনি আরো বলেন, খালেদা জিয়াকে অন্যায়-বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থই হচ্ছে আওয়ামী লীগ আজ স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা।

ফখরুল বলেন, ১৯৭১ সালে দুই শিশু পুত্র নিয়ে তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা গ্রেপ্তার হয়ে ক্যান্টনমেন্টের কারাগারে ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্দি ছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বাংলাদেশ সময়: ৮:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com