ব্রেকিং নিউজ

x


রায়হান হত্যা: রিমান্ড শেষে জেলে কনস্টেবল টিটু চন্দ্র

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৫:৫১ পূর্বাহ্ণ

রায়হান হত্যা: রিমান্ড শেষে জেলে কনস্টেবল টিটু চন্দ্র

 

সিলেটে রায়হান হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দু’দফা রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ভারপ্রাপ্ত অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ নির্দেশ দেন।
গত ১১ অক্টোবর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় ২০ অক্টোবর পুলিশ লাইন্স থেকে টিটুকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেয় পিবিআই। পরে গত ২৫ অক্টোবর আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় গত ২৪ অক্টোবর গ্রেপ্তার হ‌ওয়া আরেক আসামি হারুনুর রশিদ ৫ দিনের রিমান্ডে রয়েছেন।
পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, ওই হত্যা মামলার আসামি কনস্টেবল টিটু চন্দ্র দাসকে দুদফা রিমান্ড শেষে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৫:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com