নির্বাচন সামনে রেখে আন্দোলনের নামে বাসে অগ্নিসংযোগ করে রাজনৈতিক সহিংসতা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে যারা নির্বাচন সামনে রেখে বাসে অগ্নিসংযোগ করে, যারা রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করে তাদের খবর আছে।’
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়। নির্বাচনে যারা বাধা দেবে তাদের প্রতিহত করবে আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) সরকার সব ধরনের সহযোগিতা করবে।
বাংলাদেশ সময়: ৬:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com