সিরাজগঞ্জের তাড়াশ থেকে প্রতারণার অভিযোগে রিশান গ্রুপের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাব্বি শাকিল ওরফে ডিজে শাকিল গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। চাকরি দেয়া, ব্যাংক লোন করে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়া, মাসের পর মাস অফিসের ভাড়া বকেয়া রাখাসহ অনেক অভিযোগ তার বিরুদ্ধে। কিভাবে তিনি যুবলীগ নেতা হলেন তাও জানা নেই রাজনৈতিক নেতাদের।
এমপি, মন্ত্রীদের সাথে ছবি তুলে তাদের নাম ভাঙিয়ে ৫৭টি অনলাইন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক পরিচয়ে মানুষকে প্রতারণার জালে ফেলতেন রাব্বি শাকিল ওরফে ডিজে শাকিল। এতেই শেষ নয়, চাকরি দেয়া বা ব্যাংক লোন করে দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি দাদনে মানুষকে টাকা দিয়ে হয়রানি করা, মাসের পর মাসে অফিসের ভাড়া বকেয়া রাখা এবং প্রতারিতদেরকে ভয়ভীতি দেখানোর মত অভিযোগের শেষ নেই তার বিরুদ্ধে।
একটি টিনের গুদামই ছিল ডিজে শাকিলের কথিত রিশান গ্রুপের কারখানা। এই কারখানার নামেই তিনি অফিস খুলে সেখানে চাকরি ও ব্যাংক ঋণ পাইয়ে দেয়ার আকর্ষণীয় বিজ্ঞাপন ও লোভনীয় অফার দিয়ে বেকার যুবক আর ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীরা জানান, এক ভুক্তভুগীকে শাকিল ব্ল্যাংক চেক দিয়েছিল কিন্তু সেই চেকে টাকা পায়নি। আরেকজন ভুক্তভুগী বলেন, ঘরভাড়ার টাকা ঠিক মত দিতেন না শাকিল, বাধ্য হয়ে ইউপি চেয়ারম্যানের কাছে বিচারের মাধ্যমে চার মাসে মাত্র দশ হাজার টাকা পেয়েছি।
একইভাবে তার নিজ এলাকা বারুহাসে মজির হোসেন নামে এক যুবককে আড়াই লাখ টাকা ঋণ দিয়ে চেকের বই নিয়ে নেয় ডিজে শাকিল। টাকা পরিশোধ করার পরেও সেই সাদা চেক দিয়ে ৫ লাখ টাকার একটা মামলা দায়ের করে ডিজে শাকিল। সেই মামলায় পলাতক রয়েছে যুবক, আর তার বৃদ্ধ বাবা দ্বারে দ্বারে ঘুরছে মামলা মিটানোর জন্য।
মজির হোসেনের বাবা জানান, আমার ছেলে সৎ তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা নিয়ে আমরা চিন্তিত। আমার ছেলেকে বাঁচানোর পথ খুঁজে পাচ্ছি না।
তাড়াশ বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন জানান, দু’পক্ষের লেনদেন আমার সামনে হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে মামলাটা হয়েছে সে উঠিয়ে নেয় ওয়ারেন্ট রয়ে গিয়েছে এটার একটা প্রতিকার হওয়া দরকার।
তাড়াশ উপজেলার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিদ্যুত জানান, কারো জন্য দলের ভাবমূর্তি নষ্ট হোক এটা আমাদের দেখার ব্যাপার না।
এমন অসংখ্য অভিযোগ শাকিলের বিরুদ্ধে কিন্তু অদৃশ্য ভয়ে মিডিয়ার সামনে মুখ খুলছে না অধিকাংশ মানুষ। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ডি জে শাকিলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
বাংলাদেশ সময়: ৭:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidin-somoy.com | anayet mojomdar
Development by: webnewsdesign.com