ব্রেকিং নিউজ

x


যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন : ‘রেমডেসিভির’

শনিবার, ০২ মে ২০২০ | ১০:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন : ‘রেমডেসিভির’

বিশ্বব্যাপী দাপিয়ে বেড়ানো করোনা ভাইরাসের চিকিৎসায় হিমশিম খাচ্ছে সারা বিশ্বের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা। ঠিক সেই সময়ে জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করেছে। দেশটিতে এর আগে ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে বলেও তথ্য আছে।

শুক্রবার (১ মে) দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এ ঘোষণা দেন।

এর আগে মার্কিন বিজ্ঞানীরা রেমডেসিভির কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছিল। তবে এফডিএ–এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে চিকিসকরা এখন থেকে এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন।

রেমডেসিভির অনুমোদন দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন।

টাস্কফোর্সের সদস্য অ্যান্থনি ফউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিওর প্রধান স্টিফেন হাহন ওষুধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩১ হাজার ৪৫২ জন। এছাড়া মারা গেছেন ৬৫ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন।

বাংলাদেশ সময়: ১০:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০

protidin-somoy.com |

Development by: webnewsdesign.com